কিছুটা অবিন্যস্ত এলোমেলো দু-একটি ক্লিপ দিয়ে আলতো করে চুল বেঁধে নেওয়াটা বর্তমান সময়ে বেশ প্রচলিত একটি হেয়ার ট্রেন্ড। কলেজ, ভার্সিটি থেকে শুরু করে বিয়ের অনুষ্ঠানেও আজকাল এইভাবে চুল বাঁধছেন অনেকেই। চুল পরিপাটি করে টাইট করে বেঁধে হেয়ার স্টাইল করার দিন শেষ। এলোমেলো করে এই চুল বাঁধাকে এলোমেলো বা মেসি হেয়ার স্টাইল বলা হয়।
যেভাবে করবেন ভিন্ন তিনটি মেসি বান-
ফুল ভলিউম মেসি বানঃ
১। প্রথমে চুলগুলো ভালো করে আঁচড়িয়ে নিন।
২। সামনের কিছু চুল পাফ করে ফুলিয়ে নিন। পাফ করা চুল পিছনে নিয়ে ক্লিপ দিয়ে আটকিয়ে ফেলুন।
৩। এবার পিছনের চুলগুলো আঁচড়িয়ে রাবার ব্যান্ড দিয়ে পনিটেইল করুন।
৪। পনিটেইলের চুলগুলো আঙ্গুল দিয়ে নিচ থেকে উপরে আঁচড়ান। এতে চুলের ভলিউম বৃদ্ধি পাবে।
৫। চুলগুলো রোল করে পেচিয়ে খোঁপার মত করুন। এটি চুলের কাঁটা দিয়ে চারপাশ থেকে আটকিয়ে দিন।
৬। আঙ্গুল দিয়ে খোঁপার পিছনের এবং সামনের চুলগুলো কিছুটা এলোমেলো করে দিন।
৭। ব্যস হয়ে গেল ফুল ভলিউম মেসি বান।
টুইস্ট মেসি বানঃ
১। সবগুলো চুল ভালো করে আঁচড়িয়ে একসাথে করুন।
২। এবার চুলগুলো পেঁচিয়ে খোঁপা করুন।
৩। এই খোঁপাটি একটি রাবার ব্যান্ড দিয়ে বেঁধে ফেলুন। খোঁপাটি কিছুটা বড় করে করবেন।
৪। আঙ্গুল দিয়ে খোঁপার সামনে এবং পিছনের চুলগুলো এলোমেলো করে দিন।
৫। সালোয়ার কামিজের সাথে বেশ মানিয়ে যায় এই খোঁপাটি।
এজি নট মেসি বানঃ
১। সবগুলো চুল পিছনে পনিটেলের মত করে নিয়ে আসুন।
২। এরপর পেঁচিয়ে নিয়ে একটি নট করুন (ভিডিও অনুযায়ী)।
৩। একটি রাবার ব্যান্ড দিয়ে চুলটি বেঁধে ফেলুন। বাকী চুলগুলো ক্লিপ দিয়ে বেঁধে ফেলুন।
৪। ব্যস হয়ে গেল এজি নট মেসি বান।
মাত্র ৩ মিনিটে করে ফেলুন ভিন্ন তিনটি মেসি বান
Reviewed by Shaj Utshob
on
10:29 PM
Rating:
No comments: