
উপকরণ:
- ৪ টেবিল চামচ চিনি
- ২ টেবিল চামচ কাজুবাদাম
- ১ টেবিল চামচ মাখন
- ১.৫ কাপ লো ফ্যাট ক্রিম
- ১/৩ কাপ চিনির গুঁড়ো
- ১/২ কাপ দুধ
- ১.৫ চা চামচ বাটারস্কচ এসেন্স
১। প্রথমে একটি প্যানে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিন।
২। তারপর চুলার আঁচ কমিয়ে এতে মাখন, কাজুবাদাম কুচি দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
৩। এটি নামিয়ে একটি পাত্রে ঢেলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন।
৪। ঠান্ডা হয়ে গেলে এটির উপর কিচেন টাওয়েল রেখে বেলুন দিয়ে বেলে নিন।
৫। আরেকটি পাত্রে বরফ কুচির সাথে কিছু পানি দিয়ে তার উপর ঠান্ডা (ফ্রিজে রাখা) আরেকটি পাত্র রেখে দিন।
৬। এবার পাত্রের উপর ক্রিম বিটার দিয়ে ভাল করে বিট করুন।
৭। এটি দ্বিগুণ হয়ে গেলে এতে চিনির গুঁড়ো দিয়ে আবার বিট করুন। এরপর এতে দুধ, বাটারস্কচ এসেন্স, ক্যারামেল বাদাম কুচি, লেমন কালার মিশিয়ে আবার বিট করুন।
৮। এবার ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিন কয়েক ঘন্টা।
৯। বাদাম কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার বাটারস্কচ আইসক্রিম।
বাটারস্কচ আইসক্রিম তৈরির রেসিপি
Reviewed by Shaj Utshob
on
12:57 PM
Rating:
Reviewed by Shaj Utshob
on
12:57 PM
Rating:

No comments: